৭ কলেজের স্থগিত স্নাতক চতুর্থ ও প্রথম বর্ষের পরীক্ষার নতুন সূচি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের স্থগিত দুটি বর্ষের পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এ সূচি জানানো হয়।
নতুন সময়সূচি অনুযায়ী, ২০২৩ সালের স্নাতক চতুর্থ বর্ষের ২ ডিসেম্বরের পরীক্ষা ২৬ ডিসেম্বর এবং ৬ ডিসেম্বরের পরীক্ষা ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
এছাড়া স্থগিত ঘোষণা করা প্রথম বর্ষের ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পরীক্ষা ২৯ ডিসেম্বর গ্রহণ করা হবে। সব পরীক্ষা শুরু হবে দুপুর সাড়ে ১২টা থেকে।
জানা যায়, ঢাবির অধিভুক্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজে বহিরাগতদের হামলার কারণে অবকাঠামোগত ক্ষতি হয়। ফলে নতুন করে পরীক্ষা নেওয়ার পরিবেশ তৈরি করতে সময় প্রয়োজন ছিল। এ কারণে দুই বর্ষের তিনদিনের পরীক্ষা স্থগিত করেছিল কর্তৃপক্ষ।
What's Your Reaction?