অনিয়মের অভিযোগ তুলে জাকসু নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ

Sep 12, 2025 - 22:37
 0  2
অনিয়মের অভিযোগ তুলে জাকসু নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ
ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে নানা অনিয়ম ও কমিশন কর্তৃক অসহযোগিতার অভিযোগ তুলে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি তিনি।

পদত্যাগের বিষয়ে তিনি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে- পুরো নির্বাচন প্রক্রিয়াটিকে বিতর্কিত করা হয়েছে। এসব ত্রুটি দূর করতে যে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছিল, তার কোনোটিই গ্রহণ করা হয়নি। 

নির্বাচন কমিশনের অসহযোগিতার কথা তুলে ধরে তিনি বলেন, কমিশনের সদস্য হিসেবে আমি যখনই নির্বাচন কমিশনে কোনো মতামত দিয়েছি বা সুপারিশ করেছি, অনেক ক্ষেত্রে তা পরিবর্তন করা হয়েছে।

তিনি আরও বলেন, আজ প্রধান নির্বাচন কমিশন একটি সভা ডেকেছে। সভায় নির্বাচন নিয়ে যেসব অভিযোগ উঠেছে সেগুলোর প্রতি দৃষ্টিপাত দিয়ে ভোট গণনা আপাতত স্থগিত রাখার ব্যাপারে মতামত দিয়েছি। আমি নির্বাচনে অনেকগুলো মারাত্মক ত্রুটি দেখেছি, যে ত্রুটিগুলো পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। এমন পরিস্থিতিতে আমি নির্বাচন স্থগিত করার কথা বললেও আমার মতামতের কোনো সুরাহা না করেই তারা ভোট গণনা শুরু করে। এই পরিস্থিতিতে আমি সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন কমিশনে আমার দায়িত্ব পালন করা সম্ভব নয়, তাই পদত্যাগ করছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow