আওয়ামী লীগ আমলে স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মিঠু গ্রেপ্তার

Sep 11, 2025 - 15:23
 0  2
আওয়ামী লীগ আমলে স্বাস্থ্যখাতে দুর্নীতির হোতা মিঠু গ্রেপ্তার
ছবি : সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্যখাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জরুল ইসলাম মিঠুকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে। বুধবার দিবাগত রাতে তাকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, মিঠুর বিরুদ্ধে দুদকে মামলা রয়েছে। আজ বৃহস্পতিবার তাকে দুদকে হস্তান্তর করা হবে।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ ও পাচারে জড়িত স্বাস্থ্যখাতের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে প্রায় ৭৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

উল্লেখ্য, ২০১৬ সালে প্রকাশিত বহুল আলোচিত পানামা পেপারসে নাম আসে মোতাজ্জেরুল ইসলাম মিঠুর। অভিযোগ রয়েছে, তার মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বিভিন্ন মালামাল সরবরাহ ও উন্নয়নকাজের নামে প্রভাব খাটিয়ে বিপুল অর্থ আত্মসাৎ করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow