আ.লীগের কর্মকাণ্ড দেশ ও জনবিরোধী আখ্যা দিয়ে গোপালগঞ্জে এক নেতার পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি
সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মাদ আলী শেখ।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরের উপজেলার দিগনগর ইউনিয়নের কানুড়িয়া গ্রামে তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘‘আমি অতীতে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকায়, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে আমার নাম অন্তর্ভুক্ত ছিল। বর্তমান আওয়ামী লীগের বিভিন্ন দেশবিরোধী কর্মকাণ্ড, দেশ ও জনতার স্বার্থ বিরোধী কার্যক্রম আমার নীতি ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায়, আমি আজ থেকে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদসহ সকল প্রকার কার্যক্রম থেকে অব্যাহতি নিচ্ছি।”
তিনি আরও বলেন, আমি এই মর্মে অঙ্গীকার করতেছি যে, আজকের পর হতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, আমি দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।
What's Your Reaction?






