ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি: দুর্দান্ত বোলিংয়ে দুবাইকে জেতালেন মুস্তাফিজ

Dec 21, 2025 - 17:40
 0  2
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি: দুর্দান্ত বোলিংয়ে দুবাইকে জেতালেন মুস্তাফিজ
ছবি : সংগৃহীত

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করছেন মুস্তাফিজুর রহমান। এবার গালফ জায়ান্টসের বিপক্ষেও ৪ বলে শিকার করেছেন ৩ উইকেট। কাটার মাস্টারের বোলিং নৈপুন্যে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে দুবাই ক্যাপিটালস।

রোববার (২১ ডিসেম্বর) শারজায় গালফ জায়ান্টসকে ৬ উইকেটে হারিয়েছে দুবাই ক্যাপিটালস। গালফের দেয়া ১৫৭ রানের লক্ষ্য ১৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে পেরিয়ে যায় দুবাই। ম্যাচে ৩৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা পুরস্কার পান মুস্তাফিজ।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৫৬ রানে অলআউট হয় গালফ। দলের পক্ষে আজমতুল্লাহ ওমারজাই ২৬ বলে ৪৩ এবং অধিনায়ক জেমস ভিন্স ৩৬ রান করেন। গালফ ইনিংসে দ্বিতীয় ওভারে প্রথম আক্রমণে এসে ১৩ রান দেন মুস্তাফিজ। 

এরপর ইনিংসের ১৪তম ওভারে দ্বিতীয় স্পেলে বল করতে এসে ৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন ফিজ। ওভারের দ্বিতীয় বলে ভিন্সকে, চতুর্থ বলে আজমতুল্লাহ ওমারজাইকে এবং পঞ্চম ডেলিভারিতে সিন ডিকসনকে শিকার করেন কাটার মাস্টার। 

জবাবে ১৯.২ ওভারে ৪ উইকেটে ১৬২ রান করে জয় তুলে নেয় দুবাই। ব্যাট হাতে ওপেনার শায়ান জাহাঙ্গীর ৪৮, রোভম্যান পাওয়েল অপরাজিত ৪৭ ও অধিনায়ক মোহাম্মদ নবি অনবদ্য ২৫ রান করে দুবাইয়ের জয়ে অবদান রাখেন। 

ম্যাচ সেরা হয়েছেন মুস্তাফিজ। এবারের আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করেছেন ফিজ। আর ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল দুবাই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow