ইরানের চাবাহারে মার্কিন নিষেধাজ্ঞা, আতঙ্কে ভারত

Sep 20, 2025 - 00:49
 0  2
ইরানের চাবাহারে মার্কিন নিষেধাজ্ঞা, আতঙ্কে ভারত
ছবি : সংগৃহীত

ইরানের চাবাহার বন্দরে যেসব সংস্থা কাজ করে, তাদের ওপর সেপ্টেম্বরের শেষ দিক থেকে নিষেধাজ্ঞা দেয়ার কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। যেখানে ভারতের বড় অংকের বিনিয়োগ রয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে যে ২৯ সেপ্টেম্বর থেকে চাবাহার বন্দর পরিচালনাকারী এবং অন্যান্য সম্পর্কিত কার্যকলাপে জড়িত ব্যক্তিরা মার্কিন ইরান স্বাধীনতা ও প্রতিহতকরণ আইন (আইএফসিএ) এর অধীনে নিষেধাজ্ঞার মুখোমুখি হবে।

ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, এই পদক্ষেপ ভারতের চাবাহার বন্দর উন্নয়নের পরিকল্পনার ক্ষেত্রে একটি নতুন ধাক্কা হিসেবে এসেছে, যা ইতিমধ্যেই ইরানের ওপর বৃহত্তর মার্কিন নিষেধাজ্ঞার কারণে উল্লেখযোগ্য বিলম্বের সম্মুখীন হচ্ছে। এই বছরের শুরুতে, হিন্দুস্থান টাইমসের রিপোর্ট বলা হয় যে নয়াদিল্লি এবং তেহরান বন্দরের ক্ষমতা সম্প্রসারণ এবং জাহেদান শহর পর্যন্ত ৭০০ কিলোমিটার রেল লাইনের মাধ্যমে বৃহত্তর ইরানি রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা করছে। প্রকল্পগুলি ২০২৬ সালের মাঝামাঝি সময়ে সম্পন্ন হওয়ার আশা করা হয়েছিল।

মার্কিনিরা মূলত আফগানিস্তানের পুনর্নির্মাণ আর অর্থনৈতিক উন্নয়নের জন্য 'ইরান ফ্রিডম অ্যান্ড কাউন্টার প্রোলিফারেশন অ্যাক্ট বা আইএফসিএ অনুযায়ী দেয়া কিছু ছাড় এখন প্রত্যাহার করে নেয়া হচ্ছে।

এই সিদ্ধান্ত ২৯শে সেপ্টেম্বর থেকে চালু হবে। এর পরে যারাই চাবাহার বন্দরে পরিচালনার সঙ্গে যুক্ত থাকবে বা আইএফসিএ অনুযায়ী অন্যান্য কাজকর্মে সামিল হবে, তারা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় আসবে, যা জানিয়েছেন মুখপাত্র মি. পিগাট।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow