কক্সবাজার সৈকত ভ্রমণে যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত ২

Feb 3, 2025 - 19:04
 0  2
কক্সবাজার সৈকত ভ্রমণে যাওয়ার পথে দুর্ঘটনা, নিহত ২
ছবি : সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে যাওয়ার পথে ডাম্পট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (৩ ফ্রেব্রুয়ারি) সকাল ৬টা ২০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের ছলিমপুর বাংলাবাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জ সদরের সৈয়দপুর এলাকার আনোয়ার হোসেন (৬২) এবং ঢাকার বংশালের ইমতিয়াজ হোসেনের স্ত্রী বিবি রহিমা বেগম (৫৬)।

এদের মধ্যে আনোয়ার হোসেন ঘটনাস্থলে এবং রহিমা বেগম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

ঘন কুয়াশায় বেপরোয়া গতিতে চলার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে জানায় পুলিশ।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, দুর্ঘটনায় মাইক্রোটির সামনে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বারআউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নুরুল আবছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow