কুড়িগ্রামে "জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ" নির্মাণের লক্ষে সভা অনুষ্ঠিত

Jul 8, 2025 - 17:23
 0  5
কুড়িগ্রামে "জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ" নির্মাণের লক্ষে সভা অনুষ্ঠিত
ছবি : সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে গণঅভ্যুত্থানে শহিদদের স্মৃতি সংরক্ষণে "জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ" নির্মাণের লক্ষ্যে স্থান নির্বাচন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে জেলার প্রায় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, সাংবাদিক ও জেলার সকল সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভা শুরুর পূর্বে জেলা প্রশাসকের নেতৃত্বে সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সাথে নিয়ে স্থান পরিদর্শন করেন। পরে সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে কলেজ মোড়স্থ "বিজয় স্তম্ভের পাশেই স্থান নির্ধারণ করা হয় "জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ'র"।

এসময় অন্যান্যের মধ্যে সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী (গণপূর্ত) মোঃ আব্দুল্লাহ-আল ফারুক, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতে ইসলামির আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম জেলা সমন্বয়কারী মোঃ মুকুল মিয়া, এবি পার্টির জেলা আহবায়ক ডা. নজরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা আহবায়ক আব্দুল আজিজ নাহিদ, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow