কুয়েতে বাংলাদেশিসহ তিন প্রবাসীর যাবজ্জীবন কারাদণ্ড
কুয়েত প্রতিনিধি
মাদক পাচার ও মাদক সংক্রান্ত অপরাধে জড়িত থাকার দায়ে কুয়েতের ফৌজদারি আদালত এক বাংলাদেশিসহ তিনজন বিদেশি নাগরিককে কঠোর সাজা দিয়েছেন। আদালতের রায়ে দুইজন আফগান নাগরিক এবং একজন বাংলাদেশি নাগরিককে মাদক পাচারের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, এক আফগান নাগরিককে মাদক নিয়ন্ত্রণ বিভাগের গোপন অভিযানে হেরোইন বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অপর আরেক আফগান নাগরিককে হাওয়াল্লি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়, যিনি বিপুল পরিমাণ হেরোইন ও অন্যান্য মাদক বহন করছিলেন। প্রমাণের ভিত্তিতে আদালত তাদের দুজনকেই যাবজ্জীবন কারাদণ্ড দেন।
এছাড়া এক বাংলাদেশি নাগরিককে হেরোইন ও হাশিশসহ বিভিন্ন মাদক নিজের কাছে রাখা ও পাচারের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাকেও যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে আদালত আরও কয়েকটি মাদক মামলার রায় ঘোষণা করেছেন। এর মধ্যে এক ফিলিপাইনের নাগরিককে মাদক রাখার দায়ে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ বিভাগের বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া এক সরকারি কর্মচারী এবং এক চিকিৎসককে মাদক পাচার ও সেবনের দায়ে প্রত্যেককে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার কুয়েতি দিনার জরিমানা করা হয়েছে।
কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক পাচার ও মাদক সেবনের বিরুদ্ধে তাদের অবস্থান অত্যন্ত কঠোর। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠিন ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
What's Your Reaction?

