কোচ হিসেবে পাকিস্তানের তারকা পেসারকে নিয়োগ দিলো রাজশাহী
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর এবারের আসরে নতুন দল দুর্বার রাজশাহী তরুণ ক্রিকেটারদের নিয়ে একটি শক্তিশালী স্কোয়াড গঠন করেছে। তাদের উন্নতির জন্য পাকিস্তানের সাবেক তারকা পেসার রাও ইফতিখার আনজুমকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে দলটি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) কাজ করার অভিজ্ঞতা রয়েছে ইফতিখারের। তিনি একসময় পিসিবির নির্বাচক এবং হাই পারফরম্যান্স দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। গত বছর পিসিবি তাকে প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছিল। কামরান আকমল ও সালমান বাটের সঙ্গে মিলিত হয়ে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
ইফতিখার পাকিস্তান জাতীয় দলের হয়ে ৬২টি ওয়ানডে, ২টি টেস্ট এবং ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৭৮টি উইকেট নিয়েছিলেন। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পর তিনি পিসিবির হাই পারফরম্যান্স দলের কোচ হিসেবেও কাজ করেছেন।
এবারের বিপিএল শুরু হবে ৩০ ডিসেম্বর থেকে। প্রথম দিনেই দুর্বার রাজশাহী মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের বিরুদ্ধে। এরই মধ্যে রাজশাহী দলটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে। তারা এবারের বিপিএলে একটি শক্তিশালী পারফরম্যান্স প্রদর্শনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে।
দুর্বার রাজশাহী
দেশি: এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, মো. জিসান আলম, ইয়াসির আলি চৌধুরী, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এস এম মেহরাব হাসান, আকবর আলী হাসান মুরাদ, মো. শফিউল ইসলাম, মোহর শেখ অন্তর।
বিদেশি: সাদ নাসিম ও লাহিরু সামারাকন।
What's Your Reaction?