জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ

Oct 9, 2025 - 13:26
 0  5
জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবের সৌজন্য সাক্ষাৎ
ছবি : সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

দলীয় সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ ও জার্মানির দ্বিপাক্ষিক সম্পর্ক, চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow