ডাকরা বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
আব্দুল মতিন, চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার (২১ জানুয়ারি) ডাকরা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান ২০২৫”। দিনব্যাপী এই আয়োজনে নবাগত শিক্ষার্থীদের বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মানিত করে তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সাবেক মাননীয় সংসদ সদস্য মোঃ আবু সাঈদ চাঁদ।
তিনি বলেন, “শিক্ষা জীবনের শ্রেষ্ঠ সময়। তোমরা যেভাবে শিক্ষার আলোকে নিজেদের আলোকিত করবে, সেভাবেই একটি সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখবে। তোমাদের সততা, নৈতিকতা এবং মেধাই এই জাতিকে এগিয়ে নিয়ে যাবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মোঃ জাকিরুল ইসলাম বিকুল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “প্রযুক্তি ও জ্ঞানের যুগে তোমাদের শুধু ভালো শিক্ষার্থীই নয়, একজন সুশৃঙ্খল ও নৈতিক গুণাবলিসম্পন্ন নাগরিক হতে হবে। নবীনরা নতুন পথচলা শুরু করছে, আর বিদায়ীরা জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করছে। সবাইকেই সততা ও কঠোর পরিশ্রমে এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুজ্জামান লেলিন প্রধান। তিনি বলেন, “ডাকরা বালিকা উচ্চ বিদ্যালয় বরাবরই শিক্ষার গুণগত মান ধরে রাখতে কাজ করে যাচ্ছে। নবীনরা বিদ্যালয়ের ঐতিহ্যকে ধরে রাখবে এবং বিদায়ীরা আগামীতে নিজেদের সাফল্যের মধ্য দিয়ে বিদ্যালয়ের সুনাম আরও বাড়াবে—এই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চারঘাট পৌরসভার মেয়র জাকিরুল ইসলাম বিকুল সভাপতি চারঘাট উপজেলা বিএনপি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, আমিনুল ইসলাম সভাপতি ৬নং ভাই লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অভিভাবকদের অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের উদ্দীপনা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিচারণের পাশাপাশি তাদের জীবনযাত্রার গল্প তুলে ধরা হয়। সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে ছিল গান, কবিতা আবৃত্তি, এবং নাটিকা, যা দর্শকদের মন জয় করে।
এই অনুষ্ঠান শুধু নবীনদের স্বাগত জানানো ও বিদায়ীদের বিদায় দেয়াই নয়, বরং এটি শিক্ষার্থীদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা। শিক্ষার্থীদের সাফল্য ও নৈতিকতাকে লালন করার আহ্বান নিয়ে এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।
ডাকরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক মণ্ডলী। এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্যম ও অনুপ্রেরণা সঞ্চার করেছে এবং বিদ্যালয়ের ঐতিহ্যকে আরও শক্তিশালী করেছে।
What's Your Reaction?