ডাকসু নির্বাচন: আচরণবিধি লঙ্ঘন করে টাঙানো ব্যানার-ফেস্টুন অপসারণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে টাঙানো বিভিন্ন প্যানেলের ব্যানার-ফেস্টুন সরিয়ে নিয়েছে ঢাবি প্রশাসন।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে টানানো ব্যানারগুলো সরিয়ে ফেলে বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টরিয়াল টিম।
এসময় টিএসসি, সামাজিকবিজ্ঞান চত্বর, চারুকলা, হলপাড়া এবং কার্জন হলে ছাত্রশিবির সমর্থিত “ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট”, স্বতন্ত্র জামালুদ্দীন খালিদ ও এনসিপির বহিষ্কৃত নেতা মাহিন সরকারের “সমন্বিত শিক্ষার্থী সংসদ”, উমামা ফাতেমার “স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য” প্যানেলের ব্যানার সরিয়ে ফেলা হয়।
নির্বাচনী আচরণবিধির ধারা ৭(ক) অনুযায়ী নির্বাচনী প্রচারের জন্য কেবল সাদা কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ছাপানো ও বিলি করা যাবে। পিভিসি-কাপড় বা অন্যকোনো মাধ্যমে ছাপানো বা লেখা ব্যানার, ফেস্টুন বা বোর্ড টাঙানো যাবে না।
এর আগে, মঙ্গলবার যেসব প্রার্থী ব্যানার, ফেস্টুন, বোর্ড টাঙিয়ে প্রচার চালাচ্ছেন তাদের সেগুলো সরিয়ে নিতে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দেয়। প্রার্থীদের ব্যানার ফেস্টুন সরানোর জন্য বুধবার বিকেল ৩টা পর্যন্ত সময় দেয় নির্বাচন কমিশন।
বুধবার টিএসসি থেকে প্রার্থীদের ব্যানার সরিয়ে নেওয়ার সময় টাস্কফোর্সের আহ্বায়ক অধ্যাপক গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, “আমাদের আচরণবিধিতে এটা নাই, ওরা না জেনে লাগিয়েছে। তাই আমরা সরিয়ে নিচ্ছি। ক্যাম্পাসে যে কোনো ধরনের ব্যানার, ফেস্টুন, বোর্ড এগুলো থাকবে না। কোথাও স্টিকারও লাগানো যাবে না। শুধু সাদা কালো হান্ডবিল, লিফলেট বিলি করা যাবে।”
তিনি জানান, পরবর্তী সময় যদি কেউ আচরণবিধি লঙ্ঘন করে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে।
What's Your Reaction?






