পাবনায় বৈষম্যবিরোধী মামলায় ১৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট

Oct 8, 2025 - 00:14
 0  7
পাবনায় বৈষম্যবিরোধী মামলায় ১৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট
ছবি : সংগৃহীত

পাবনা প্রতিনিধি

পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় প্রধান আসামি আবু সাইদ চেয়ারম্যানসহ ১৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে পাবনা সদর থানার ওসি (অপারেশন) ও মামলার তদন্তকারী কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা আদালতে এ চার্জশিট দাখিল করেন।

বিষয়টি নিশ্চিত করে সঞ্জয় সাহা বলেন, ‘রাতে চার্জশিট দাখিল করা হয়েছে। এ মামলায় এরই মধ্যে বিভিন্ন সময়ে ৩৫ জনকে গ্রেপ্তার করা রয়েছে। অন্য আসামিরা পলাতক থাকায় তাদের এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে।’

এ বিষয়ে পাবনা জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. গোলাম সরওয়ার খান জুয়েল বলেন, ‘মঙ্গলবার রাতে তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেছেন বলে জেনেছি। চার্জশিটের কোনো কপি এখনো হাতে পাইনি। এ মামলার এজাহারে প্রাথমিকভাবে ১০৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। তাদের মধ্যে সম্ভবত একজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে। পরে তদন্তে আরো ৩৪ জনকে আসামি করা হয়েছে। এজাহার থেকে কারো নাম বাদ যায়নি বলে জেনেছি। এজাহারের কপি হাতে পেলে বিস্তারিত জানা যাবে।’

প্রসঙ্গত, গত বছরের ৪ আগস্ট দুপুর ১২টার দিকে শহরের ট্রাফিক মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি ছোড়ার ঘটনা ঘটে। ওই হামলায় সদর উপজেলার চর বলরামপুর গ্রামের দুলাল উদ্দিনের ছেলে ও পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জাহিদুল ইসলাম (১৮) এবং হাজিরহাট বেতেপাড়া গ্রামের আবুল কালামের ছেলে ও শহরের সিদ্দিক মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র ইসলাম নিলয় (১৬) নিহত হন। ওই ঘটনায় গেল বছরের ১০ আগস্ট নিহত জাহিদুলের বাবা মো. দুলাল উদ্দিন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাইদ চেয়ারম্যান ও সদর আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow