জাকসুর ভিপি হলেন স্বতন্ত্র প্রার্থী জিতু, জিএস শিবির সমর্থিত মাজহার

Sep 13, 2025 - 22:26
 0  2
জাকসুর ভিপি হলেন স্বতন্ত্র প্রার্থী জিতু, জিএস শিবির সমর্থিত মাজহার
ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেল থেকে আব্দুর রশিদ জিতু। আর সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী’ প্যানেল থেকে মো. মাজহারুল ইসলাম। জিতু পেয়েছেন ৩ হাজার ৩৩৪ ভোট। জিএস প্রার্থী মাজহার পেয়েছেন ৩ হাজার ৯৩০ ভোট।

শনিবার সন্ধ্যা ৭টা ২৮মিনিটে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাকসুর চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। ভিপি ও জিএস পদের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান। ২১টি হলের রিটার্নিং অফিসাররা নিজ নিজ হলের ফল ঘোষণা করেন।

এর আগে আজ বিকেল ৫টা ৫মিনিটে প্রধান নির্বাচন কমিশনার ও সদস্য সচিব সিনেট কক্ষে প্রবেশ করেন। মারা যাওয়া শিক্ষকের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ৫টা ১৫ মিনিটে জাকসুর চূড়ান্ত ফল ঘোষণা শুরু হয়। ফল ঘোষণা অনুষ্ঠান উপস্থাপনা করেন নির্বাচন কমিশনের সদস্যসচিব ও প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।

অন্যদের মধ্যে এজিএস পদে জয়ী ফেরদৌস আল হাসান পেয়েছেন ২ হাজার ৩৯৮ ভোট এবং আয়েশা সিদ্দীকা মেঘলা পেয়েছেন ৩ হাজার ৪০২ ভোট।

এছাড়া, নির্বাচিত হয়েছেন- শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের আবু উবায়দা উসামা (২,৪২৮), পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে গণিত বিভাগের সাফায়েত মীর (২,৮১১), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইংরেজি বিভাগের জাহিদুল ইসলাম বাপ্পি (১,৯০৭), সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ জিসান আহমেদ (২,০১৮) ও সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের রায়হান উদ্দিন (১,৯৮৬), নাট্য সম্পাদক পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের রুহুল ইসলাম (১,৯২৯), ক্রীড়া সম্পাদক পদে বাংলা বিভাগের মাহমুদুল হাসান কিরণ (৫,৭৭৮), সহ-ক্রীড়া (ছাত্র) সম্পাদক পদে মাইক্রোবায়োলজি বিভাগের মাহাদী হাসান (২,১০৫) এবং সহ-ক্রীড়া সম্পাদক (ছাত্রী) গণিত বিভাগের ফারহানা লুবনা (১,৯৭৬)। আইটি ও গ্রন্থাগার পদে ফার্মেসি বিভাগের রাশেদুল ইমন লিখন; সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে আহসান লাবিব (১,৬৯০), সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে মাইক্রোবায়োলজি বিভাগের (ছাত্র) তৌহিদ হাসান (২,৪৪২) এবং সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন (ছাত্রী) পদে ফার্মেসি বিভাগের নিগার সুলতানা (২,১৬৬) জয়ী হয়েছেন।

স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক পদে জয়ী হয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের হুসনী মোবারক (২,৬৫৩) এবং পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের তানভীর রহমান (২,৫৫৯)।

এছাড়া, কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ফাবলিহা জাহান নাজিয়া (২,৪৭৫), নাবিলা বিনতে হারুন (২,৭৫০), নুসরাত জাহান ইমা (৩,০১৪), হাফেজ তরিকুল ইসলাম (১,৭৪৬), আবু তালহা (১,৮৫৪) ও মোহাম্মদ আলী চিশতী (২,৪১৪)।

প্রায় ৩৩ বছর পর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচনের ভোটগ্রহণ। ভোটের আগের দিন রাতে বাম সংগঠন ও ছাত্রদল প্যানেলের প্রার্থীরা ভোট গণনার মেশিন সরবরাহ প্রতিষ্ঠানের মালিক জামায়াত নেতা- এমন অভিযোগ তোলেন। নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন মেশিনের পরিবর্তে  হাতে ভোট গণনার সিদ্ধান্ত নেয়। ভোটের দিন বিকেল সাড়ে তিনটায় ছাত্রদল নির্বাচন বর্জন করে। পরে সন্ধ্যা সাতটায় বামসমর্থিত আরও চারটি প্যানেল ভোট বর্জনের ঘোষণা দেয়। আটটি প্যানেলের মধ্যে পাঁচটির ৬৮ জন প্রার্থী ভোট বর্জন করলেও বাকি তিন প্যানেলের ১১১ জন প্রার্থী নির্বাচনে নানা অভিযোগের মধ্যেও শেষ পর্যন্ত ভোটে ছিলেন।

জাকসু নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৩, এরমধ্যে ছাত্র ৬ হাজার ১৫ এবং ছাত্রী ৫ হাজার ৭২৮। ভোট পড়েছে ৮ হাজার ৩টি, যা মোট ভোটের প্রায় ৬৮ শতাংশ। জাকসুর ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৭৭ জন। এরমধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন লড়েন। এছাড়া, হল সংসদে লড়েন ৪৪৫ জন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow