নওগাঁয় নাশকতা মামলায় প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার

এস আর সাকিল, নওগাঁ প্রতিনিধি
নওগাঁ জেলার নিয়ামতপুরে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা নাশকতা মামলায় ৮ নং বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক ও বাহাদুরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল হামিদ নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ৮নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৮নং বাহাদুর পুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সাংগঠনিক সম্পাদক।
উল্লেখ্য, গত ১ নভেম্বর নিয়ামতপুরে উপজেলার পাড়ইল ইউনিয়নের বীরজোয়ান গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে ও যুবদল নেতা মেহেদী হাসান বাদি হয়ে নাশকতার অভিযোগ এনে একটি মামলা করেন। ওই মামলায় ৩৭ জন নামধারী ও অজ্ঞাত নামা আরো ২শ জনকে আসামি করা হয়। ওই মামলার অজ্ঞাত আসামি হিসেবে আব্দুল হামিদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগের মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
What's Your Reaction?






