মুন্সিগঞ্জে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লাবনী-সম্পাদক সাকিব

Oct 29, 2025 - 14:05
 0  1
মুন্সিগঞ্জে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লাবনী-সম্পাদক সাকিব
ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জ প্রতিনিধি

মুন্সিগঞ্জের টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ‘টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, মুন্সিগঞ্জ’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় দুই বছর মেয়াদি ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

এতে সর্বসম্মতি ক্রমে সভাপতি পদে বাংলাভিশন টিভির সোনিয়া হাবিব লাবনী ও সাধারণ সম্পাদক পদে যমুনা টেলিভিশনের আরাফাত রায়হান সাকিব নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মাহবুব আলম লিটন (বৈশাখী টিভি), সহ-সভাপতি মুহাম্মদ সাইফুর রহমান (একুশে টিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক জিতু রায় (ইন্ডিপেন্ডেন্ট টিভি), কোষাধ্যক্ষ শুভ ঘোষ (চ্যানেল 24), সাংস্কৃতিক সম্পাদক এম তারিকুল ইসলাম মাহবুব (এসএ টিভি), দপ্তর সম্পাদক রুবেল মাদবর (বাংলা টিভি), তথ্য ও প্রচার সম্পাদক হামিদুল ইসলাম লিংকন (আরটিভি), ক্রীড়া সম্পাদক আমিরুল ইসলাম নয়ন (বিজয় টিভি)।

এছাড়া কমিটির কার্যকরী অন্যান্য সদস্যরা হলেন- মাছরাঙা টিভির বাছিরউদ্দিন জুয়েল, এটিএন বাংলার ফরিদুল হাসান ফরিদ, একাত্তর টিভির জসিমউদদীন দেওয়ান, এশিয়ান টিভির নজরুল ইসলাম বাবুল, মোহনা টিভির সুজন পাইক, দীপ্ত টিভির কায়সার সামির ও চ্যানেল এস এর সাইদ হাসান আফরান।

সভায় টেলিভিশন সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জানান নবগঠিত কমিটির সদস্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow