মেজর (অব.) মোহাম্মদ হানিফ আর নেই

Dec 13, 2024 - 09:39
 0  10
মেজর (অব.) মোহাম্মদ হানিফ আর নেই
মেজর (অব.) মোহাম্মদ হানিফ। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) প্রতিষ্ঠাতা সদস্য সচিব আলহাজ্ব মেজর (অব.) মোহাম্মদ হানিফ আর নেই। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মেজর হানিফের ছোট ভাই মোহাম্মদ আলী মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাত দের টায় রাজধানীর সম্মলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মেজর হানিফ সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ গ্রামের মৃত ফজলার রহমান শেখের বড় ছেলে। মৃত্যু কালীন তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তার এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখা যায়।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
 
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক এই যুগ্ম ২০১৪ সালে বিএনপি মনোনীত প্রার্থী হয়ে সদর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।

মেজর হানিফ সিরাজগঞ্জের, রহমতগঞ্জ গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

ছাত্রজীবন থেকেই সামাজিক কাজে নিজেকে নিয়োজিত রাখতেন। দেশ প্রেমের টানে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন। চাকুরী জীবনে অসংখ্য যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেন তিনি।

সবশেষ চাকুরী থেকে অবসরে যাওয়ার পর সিরাজগঞ্জে গড়ে তোলেন হৃদয়ে সিরাজগঞ্জ নামের একটি সামাজিক সংগঠন। গড়ে তোলেন বিনামূল্যে চিকিৎসা সেবা কেন্দ্র।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, মেজর হানিফ আমাদের মাঝে আর নেই, এটা মানতেই কষ্ট হচ্ছে।

বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করে বহুবার কারা নির্যাতিত হয়েছেন। মেজর হানিফের মতো আদর্শ, নিষ্ঠ, অকুতোভয়, বিচক্ষণ নেতৃত্বের বড় বেশি প্রয়োজন ছিল। তার মৃত্যুতে সৃষ্ট শূন্যতা কখনও পূরণ হবার না। দেশের রাজনীতিতে তার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow