সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের প্রতিবেদন জমা মঙ্গলবার

Dec 30, 2024 - 17:05
 0  1
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের প্রতিবেদন জমা মঙ্গলবার
ছবি : সংগৃহীত

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় আগামীকাল মঙ্গলবার প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কমিটি। সোমবার বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠক শেষ সাংবাদিকদের এ তথ্য জানান সিনিয়র সচিব নাসিমুল গনি।

সচিব সাংবাদিকদের বলেন, আগামীকাল মঙ্গলবার অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। কিছু নমুনা বিদেশে পাঠানো হবে বলেও জানান সচিব।

যদিও গতকাল রোববার প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার আজ রোববার এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে।’

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে আট সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সভাপতি করে গৃহায়ণসচিব, পুলিশের আইজিপি, কমিটির সদস্যসচিব থাকবেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রধান, সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং বুয়েট থেকে তিনজন বিশেষজ্ঞ, একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু নমুনা বিদেশে পাঠানো হবে বলেও জানিয়েছেন সচিব। তিনি বলেছেন, যেসব নমুনা পরীক্ষার ব্যবস্থা দেশে নেই সেগুলো বিদেশে পরীক্ষার জন্য পাঠানো হবে।

কোন দেশে পাঠানো হচ্ছে, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘যেখানে বা যে দেশে এটার ভালো পরীক্ষা-নিরীক্ষা হবে—সে দেশেই পাঠানো হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এর প্রতিবেদন যাতে পাওয়া যায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা কি না—এ প্রশ্নে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

গত বুধবার মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট গিয়ে বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৭ নম্বর ভবনের চারটি ফ্লোর পুড়ে যায়। ওই ফ্লোরগুলোতে পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগের কার্যালয় আছে।

আগুন নিয়ন্ত্রণে আসার পর অন্তর্বর্তী সরকারের চারজন উপদেষ্টা ক্ষতিগ্রস্ত ফ্লোরগুলো দেখেন। একজন কর্মকর্তা বলেন, আগুনে নয়তলাবিশিষ্ট ৭ নম্বর ভবনের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলা পুড়ে গেছে। এসব তলায় কিছুই অক্ষত নেই। কোথাও কোথাও দেয়ালের পলেস্তারা, সিঁড়ির ঢালাই খসে পড়েছে।

পুড়ে যাওয়া ফ্লোরগুলোয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আংশিক কার্যালয় রয়েছে। এ ছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের পুরো কার্যালয় রয়েছে। তবে ভবনটির পঞ্চম তলা থেকে নিচের দিকে আগুন ছড়ায়নি।

আগুনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সবকিছু পুড়ে গেছে। এই মন্ত্রণালয়ের সেতু বিভাগের কার্যালয় বনানীর সেতু ভবনে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সেতু ভবনে অগ্নিসংযোগ করা হয়েছিল। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের অনেক বড় বড় প্রকল্প বাস্তবায়ন করে এই মন্ত্রণালয়ের দুই বিভাগ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow