কালিয়াকৈরে ধর্ষণের পর তরুণীর মৃত্যু, গ্রেপ্তার ২

Oct 10, 2025 - 23:43
 0  4
কালিয়াকৈরে ধর্ষণের পর তরুণীর মৃত্যু, গ্রেপ্তার ২
ছবি : সংগৃহীত

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় বৃহস্পতিবার রাতে জোনাকি আক্তার (১৭) নামের এক তরুণীকে একটি আবাসিক হোটেলে নিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণের পর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে চন্দ্রা এলাকার মান্নান প্লাজার একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। নিহত তরুণীর বাবা জোবায়দুল বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়েন করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহীর বাঘমারা উপজেলার উত্তর সাজুরিয়া গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মমিনুল ইসলাম মোহন (২২) ও পাবনার চাটমোহর উপজেলার নিমাইচুরা গ্রামের শাহ আলমের ছেলে আতিকুর রহমান (২৩)।

পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলার গোবিন্দগন্জ উপজেলার নয়াপাড়া কৃষ্ণপুর এলাকার জোবায়দুল এর মেয়ে জোনাকি আক্তার (১৭)। তিনি আশুলিয়া এলাকায় ময়নাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া। বৃহস্পতিবার রাতে প্রেমের সম্পর্কে ওই তরুণীকে উপজেলার চন্দ্রা এলাকার মান্নান প্লাজার একটি আবাসিক হোটেলে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এ সময় তরুণীর অতিরিক্ত রক্তক্ষরন হলে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিলে সেখানে তরুনীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা  মেডিকেল কলেজে রেফার্ড করেন। হাসাপাতালে নেয়ার পথেই ওই তরুনীর মৃত্যু হলে অ্যাম্বুলেন্স চালক বুঝতে পেরে কৌশলে মির্জাপুর থানায় নিয়ে আসেন। এসময় সাথে থাকা দুইজনকে আটক করেন পুলিশ। পরে শুক্রবার সকালে কালিয়াকৈর থানায় বিষয়টি অবগত করলে দুপুরে দুই ধর্ষনকারীদের থানা হেফাজতে নেয়া হয়। পরে ওই তরুনীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, তরুণীর লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow