চিলমারীর শিক্ষা ব্যবস্থা পঙ্গু, সরকারের মাসিক ব্যয় ২ কোটি ৫২ লক্ষ টাকা!

Aug 13, 2025 - 16:45
 0  3
চিলমারীর শিক্ষা ব্যবস্থা পঙ্গু, সরকারের মাসিক ব্যয় ২ কোটি ৫২ লক্ষ টাকা!
ছবি : সংগৃহীত

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম

কুড়িগ্রামে শিক্ষকদের পাঠদানে অনীহা, শিক্ষকতা পেশার বাইরে অন্য লাভজনক পেশায় নিয়োজিত থাকা, সর্বোপরি শিক্ষা মন্ত্রণালয়ের আইনকে অমান্য করার কারণে জেলার চিলমারী উপজেলার শিক্ষা ব্যবস্থা এখন পঙ্গু হয়ে পড়েছে। 

জানা গেছে, চিলমারী উপজেলায় এমপিও ভুক্ত কলেজ ২টি, বিজনেস ম্যানেজমেন্ট কলেজ ১টি, সরকারি কলেজ ১টি, হাই স্কুল ১২টি সরকারি হাই স্কুল ১টি, মাদ্রাসা ১২টি রয়েছে।

সোনালী ব্যাংক সূত্রে জানা গেছে, চিলমারীতে শিক্ষক কর্মচারীদের প্রতিমাসে বেতন বাবদ ২ কোটি ৫২ লক্ষ টাকা প্রদান করা হয়। এই বিশাল অংকের টাকা চিলমারীর শিক্ষা ক্ষেত্রে কোন কাজে আসছে না।

দুঃখজনক হলেও সত্য, কোনো কোনো কলেজে শিক্ষক তাদের দায়িত্ব ও কর্তব্য শুধু একটি-দুটি পিরিয়ডের মধ্যে সীমাবদ্ধ রেখে বাকি সময় ব্যয় করেন ব্যক্তিগত কাজে। অর্থাৎ ব্যক্তিগত কাজের ফাঁকে সময় পেলে প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেন। ক্লাস না থাকলে বিশেষকরে কলেজে আসেন না; আর এলেও হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে চলে যান। অন্যান্য পাঠ্যক্রম ও সহপাঠ্যক্রম সম্পর্কিত কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখা তো দূরের কথা, নিয়মিত টিউটোরিয়াল ও প্র্যাকটিকেল ক্লাস গ্রহণের নাম তারা উচ্চারণও করেন না। এ কারণে দুপুর ১২টার মধ্যে এসব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী প্রায় শূন্য হয়ে যায়।

কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শামসুল আলম জানান, শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের স্বার্থে এ অবস্থা থেকে উত্তরণ প্রয়োজন। তিনি উল্লেখ করে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের (শাখা-৮) স্মারক নং- শাঃ৮/১০এম-১৭/৮৯/৮১৯ তারিখ: ০৮/০৯/২০০২ খ্রি. তারিখের পরিপত্রে কলেজ শিক্ষকদের ক্ষেত্রে ৯টা থেকে ৪টা হাই স্কুলের ক্ষেত্রে ১০টা থেকে ৪টা পর্যন্ত নিজ প্রতিষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশনা রয়েছে। এ অবস্থায় ক্লাস থাকুক বা না থাকুক, প্রত্যেক প্রথম পিরিয়ড থেকে শেষ পিরিয়ড পর্যন্ত শিক্ষকদের অবস্থান নিশ্চিত করতে হবে।

শিক্ষকরা শিক্ষকতা পেশার বাইরে লাভজনক পেশায় নিয়োজিত থাকতে পারবে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা (স্কুল ও কলেজ) একই সঙ্গে একাধিক পদে চাকরি বা আর্থিক লাভজনক কোনও পদে নিয়োজিত থাকতে পারবেন না। এমন বিধান রেখে "বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১" জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। নীতিমালার ১১.১৭ ধারায় বলা হয়েছে, এমপিও ভুক্ত কোনও শিক্ষক-কর্মচারী একই সঙ্গে একাধিক কোনও পদে/চাকরিতে বা আর্থিক লাভজনক কোনও পদে নিয়োজিত থাকতে পারবেন না। এটি তদন্তে প্রমাণিত হলে সরকার তার এমপিও বাতিলসহ দায়ী ব্যক্তির বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে।

তিনি আরও বলেন, অভিযোগ রয়েছে এমপিও ভুক্ত  শিক্ষকরা অন্য পেশায় যুক্ত রয়েছেন। এসব অভিযোগের কারণে সংশোধিত নীতিমালায় বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

সরেজমিন ঘুরে দেখা গেছে, চিলমারী উপজেলার গোলাম হাবীব মহিলা কলেজ ও চিলমারী টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের দুপুরে কাউকে খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে চিলমারী টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মশিউর রহমান বিলু জানান, বর্তমানে এইচএসসি পরিক্ষার কারণে কলেজ বন্ধ রয়েছে দাপ্তরিক কাজের জন্য অফিস খোলা রয়েছে, কলেজ খোলা অবস্থায় শিক্ষকদের ক্লাস ফাকি দেয়ার সুযোগ নেই।

এ ব্যপারে ঐ কলেজের গভর্নিংবডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক জানান, কলেজ খোলা থাকা অবস্থায় শিক্ষকদের ছুটি ব্যতিত অনুপস্থিত থাকার সুযোগ নেই, কারো বিরুদ্ধে এ রকম অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow