বিএনপির ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন এ্যাডভোকেট সিমকী ইমাম খান

নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতের যে ৩১ দফা ঘোষণা করেছে বিএনপি, সেই ৩১ দফা আগামী জাতীয় নির্বাচনের আগে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এ্যাডভোকেট সিমকী ইমাম খান।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট সিমকী ইমাম খান। স্বৈরাচার হাসিনার রোষানলের শিকার হয়ে দীর্ঘ ১৬ বছর মিথ্যা মামলা, হত্যার হুমকি, একাধিকবার হামলাসহ বিভিন্ন রকম নির্যাতনের স্বীকার হয়েছেন তিনি। তারপরও ভয় না পেয়ে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন। পাশে গিয়ে দাঁড়িয়েছেন উল্লাপাড়া উপজেলার নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের পাশে। এলাকার উন্নয়নেও তার ভূমিকা লক্ষ্য নিয়।
নেতাকর্মীদের সাথে নিয়ে প্রতিনিয়ত লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন তিনি। উপজেলার প্রতিটি ইউনিয়ন গ্রামে গিয়ে তুলে ধরছেন বিএনপির ৩১ দফার রূপরেখা।
এ্যাডভোকেট সিমকী ইমাম খান বলেন, ‘‘৩১ দফার মধ্যে দেশের জনগণের কথা বলা আছে, আছে শহীদ পরিবারের কথা, আছে গণতন্ত্র ও স্বাধীনতার কথা। এই দফাগুলো সব দলের, সব মানুষের কথা। তাই এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার। বর্তমানে দেশে ষড়যন্ত্র চলছে, একটি মহল নির্বাচন বানচাল করতে উঠে পড়ে লেগেছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই সফল হবে না। মানুষ এখন ভোট দিতে চায়। দীর্ঘ ১৫ বছর ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত সাধারণ মানুষ আজ অধীর আগ্রহে ভোটের অপেক্ষায়।’’
তিনি বলেন, ‘‘বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আমাদের আন্দোলনের ভিত্তি শান্তিপূর্ণ, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমরা কঠোর। আগামী দিনে বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় আসলে এই ৩১ দফার ভিত্তিতেই দেশ পরিচালিত হবে। বিএনপি কখনো রাতের অন্ধকারে জোর করে ক্ষমতায় যেতে চায় না। আমরা জনগণের ভোটের মাধ্যমেই সরকার গঠন করতে চাই।”
উল্লেখ্য, এ্যাডভোকেট সিমকী ইমাম খান সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা, সাবেক উল্লাপাড়া থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক, আজীবন সদস্য ঢাকা বার এসোসিয়েশন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন তিনি।
What's Your Reaction?






