সিরাজগঞ্জে সুবিধাবঞ্চিত নারীদের স্তন ও পাইলস বিষয়ক মেডিকেল সেবা
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে স্তন ও পাইলস বিষয়ক ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে এই ফ্রি ক্যাম্পেইন। এতে ৫ শতাধিক সুবিধাবঞ্চিত নারীকে ফ্রি পরীক্ষা ও পরামর্শ প্রদান করা হয়।
সিরাজগঞ্জ পৌর শহরের মাসুমপুর আমেনা শেখ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে নিজস্ব কার্যালয়ে ঢাকা পিজি হাসপাতাল থেকে আসা ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি মেডিক্যাল টিম এই চিকিৎসা সেবা প্রদান করেন। এতে উপকৃত হবার কথা জানালেন সেবা গ্রহীতারা।
এ সময় উপস্থিত ছিলেন, আমেনা শেখ সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা সিদ্দিকা এনা, সভাপতি লুৎফুননেসা বেগম, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির সাবেক জিএম আফরোজা নাসরিন চৌধুরী, সরকারি বাংলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৈসী খান ও লেভেল এবং এ লেভেলের ইংলিশের শিক্ষক এবং শারমিন হক, উপদেষ্টা প্রভাষক মীর শফিউল আলম প্রমুখ।
What's Your Reaction?