২৪ এর গণ-অভ্যুত্থানকে হাইজ্যাক করার চেষ্টা চলছে : মামুনুল হক

Oct 10, 2025 - 21:59
 0  3
২৪ এর গণ-অভ্যুত্থানকে হাইজ্যাক করার চেষ্টা চলছে : মামুনুল হক
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

‘‘২৪ এর গণ-অভ্যুত্থানকে হাইজ্যাক করার চেষ্টা চলছে। গণ-অভ্যুত্থানকে যদি কেউ বাইপাস করে রাজনীতি করতে চায় তাহলে রাজপথে যুদ্ধ হবে’’ বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

শুক্রবার বিকেল নারায়ণগঞ্জের ডি.আই.টি চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা ও মহানগর আয়োজিত গণসমাবেশে তিনি এ হুঁশিয়ার দেন।

মামুনুল হক বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে যেভাবে ৭২ এর বাকশালের সংবিধানের মাধ্যমে ছিনতাই করা হয়েছিল সেভাবে ২৪ এর গণ-অভ্যুত্থানকে হাইজ্যাক করার চেষ্টা চলছে। চব্বিশের গণ-অভ্যুত্থানকে যদি কেউ বাইপাস করে রাজনীতি করতে চায় তাহলে রাজপথে যুদ্ধ হবে।

আগামীর বাংলাদেশ চব্বিশের অভ্যুত্থানের আদর্শে প্রতিষ্ঠিত হতে হবে উল্লেখ করে তিনি বলেন, এখন দেশের প্রধান এজেন্ডা হলো ৭২ এর সংবিধানের আদর্শে আগামীর বাংলাদেশ পরিচালিত হতে পারবে না। আগামীর বাংলাদেশে আদর্শ হতে হবে ২৪ এর অভ্যুত্থানের।

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত গণহত্যাসহ দেশের সকল হত্যাকাণ্ডের বিচার ও খেলাফত প্রতিষ্ঠার দাবিতে সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সভাপতি মাওলানা মামুনুর রশীদ। এতে বক্তব্য রাখেন, দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদসহ স্থানীয় নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow