ভিয়েতনামে রেকর্ড বৃষ্টিতে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৯

Oct 29, 2025 - 13:40
 0  2
ভিয়েতনামে রেকর্ড বৃষ্টিতে ভয়াবহ বন্যা, নিহত অন্তত ৯
ছবি : সংগৃহীত

মধ্য ভিয়েতনামে রেকর্ড পরিমাণ বৃষ্টির প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরো ৫ জন। দেশটির সরকারের বরাতে বুধবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সরকারের বিবৃতিতে জানানো হয়েছে, মৃতদের মধ্যে ৬ জনই দা নাং শহর এবং হোই আন নগরীতে নিহত হয়েছেন। এই দুটি এলাকাই ভিয়েতনামের জনপ্রিয় পর্যটনকেন্দ্র।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, বন্যায় এখন পর্যন্ত ১ লাখ ৩ হাজারের বেশি ঘরবাড়ি প্লাবিত হয়েছে, যার বেশিরভাগই হুয়ে ও হোই আন অঞ্চলে।

ভিয়েতনামে জুন থেকে অক্টোবর পর্যন্ত চলে ঝড়-বৃষ্টির মৌসুম। প্রতি বছরই এ সময় প্রবল বৃষ্টিপাত ও বন্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় দেশটি।

সংস্থাটি জানিয়েছে, ইউনেসকো ঘোষিত ঐতিহ্যবাহী শহর হুয়ে এবং হোই আনে এখনো প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

সোমবার রাত পর্যন্ত টানা ২৪ ঘণ্টায় এসব এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ এক হাজার মিলিমিটারের বেশি হয়েছে, যা রেকর্ড সর্বোচ্চ। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা গেছে, হোই আন শহরের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে গেছে, অনেক ঘরবাড়ি ছাদ পর্যন্ত ডুবে আছে।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ভূমিধসের কারণে বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়েছে। রাজধানী হ্যানয় ও বাণিজ্যিক নগরী হো চি মিন সিটির মধ্যকার ট্রেন চলাচলও মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে।

সরকারি আবহাওয়া পূর্বাভাস দপ্তর জানিয়েছে, আগামী দুই দিন মধ্য ভিয়েতনামে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত কিছু এলাকায় ৪০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow