মেসিকে নিষিদ্ধ করায় ক্ষুব্ধ ম্যাশ্চেরানো

মেজর লিগ সকার এর সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো। অল-স্টার ম্যাচে না খেলায় লিওনেল মেসি ও জর্দি আলবার ওপর এক ম্যাচ নিষেধাজ্ঞা জারি করে লিগ। ফলে তারা শনিবার ঘরের মাঠে এফসি সিনসিনাটির বিপক্ষে ০-০ গোলে ড্র হওয়া ম্যাচে খেলতে পারেননি। মাসচেরানোর প্রশ্ন- যদি এই ম্যাচটি ঘরের বদলে প্রতিপক্ষের মাঠে হতো, তাহলে কি একই সিদ্ধান্ত নিতো লিগ?
এমএলএস-এর নিয়ম অনুযায়ী, অল-স্টার ম্যাচে লিগের অনুমতি ছাড়া অংশ না নিলে, পরবর্তী ম্যাচে সেই খেলোয়াড় অংশ নিতে পারবেন না। এই নিয়মই মাঠের বাইরে রেখেছে মেসি ও আলবাকে।
ম্যাচ শেষে মাসচেরানো বলেন, “আমি এই সিদ্ধান্তে একদমই একমত নই। তবে নিয়ম মেনে নিতে হয়েছে। আমি এমএলএস বা তাদের নিয়ম বদলাতে আসিনি, তাই এটা নিয়ে সমালোচনা করবো না। তবে আমার প্রশ্ন হলো, যদি আজকের ম্যাচটা অ্যাওয়ে হতো, তাহলেও কি মেসি খেলতে পারতো না? স্টেডিয়াম ভরাতে বা আয় করতে তো কারও সমস্যা হয় না, তাই না? আজকের সমস্যা শুধু এটাই যে ম্যাচটা ছিল আমাদের মাঠে। বাকিটা আপনারা বুঝে নিন।”
অল-স্টার ম্যাচের আগেই অবশ্য লিগ কমিশনার ডন গারবার স্বীকার করেছিলেন, ক্লাব বিশ্বকাপে অংশ নিয়ে এবং সম্প্রতি নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ম্যাচের পর চোটে পড়ে, বেশ চাপের মধ্যে রয়েছে ইন্টার মায়ামি ও আলবা। তবু লিগ নিয়ম বদলায়নি। এ নিয়ে মাসচেরানোর মন্তব্য, “একদিন একটা কথা বলা হয়, আর পরদিন পুরো উল্টো সিদ্ধান্ত নেওয়া হয়। এটাই আমার কাছে অদ্ভুত লাগে। কারণ আমরা সবাই শুনেছি, খেলোয়াড়দের ম্যাচ সংখ্যা অনেক হওয়ায় বিষয়টা বোঝা যাচ্ছে। অথচ আমরা আলাদা কিছু চাইনি।”
মাসচেরানোর আগেই অবশ্য ইন্টার মায়ামির সহ-মালিক হোর্হে মাস এই সিদ্ধান্তকে “নির্মম” বলে আখ্যা দিয়ে বলেছিলেন, মেসি “চরমভাবে হতাশ”। মেসি-আলবার না থাকা সত্ত্বেও ইন্টার মায়ামি সিনসিনাটিকে গোলশূন্য ড্রয়ে আটকে রাখতে পেরেছে। ম্যাচের আগে দলটি নতুন তারকা রদ্রিগো ডে পলকে মাঠে উপস্থিত দর্শকদের সামনে পরিচয় করিয়ে দেয়। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার এখন ইন্টার মায়ামির নতুন ভরসা।
মাসচেরানো বলেন, “রদ্রিগো ডে পলের চুক্তি আমাদের ক্লাবের জন্য আরেকটি ঐতিহাসিক পদক্ষেপ। সে বিশ্ব চ্যাম্পিয়ন, এখনো ক্যারিয়ারের সেরা সময়ে আছে। এই চুক্তি ক্লাবের বড় স্বপ্ন আর ভবিষ্যৎ পরিকল্পনার দিকেই ইঙ্গিত করে। লিগকে অনেক সময় উপেক্ষা করা হলেও, ক্লাব বিনিয়োগ করে যাচ্ছে, মান উন্নয়নের চেষ্টা করছে। আশা করি রদ্রিগো আমাদের অনেক কিছু দিতে পারবে।” আগামী বুধবার মায়ামি খেলবে ২০২৫ লিগস কাপের উদ্বোধনী ম্যাচে, প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব অ্যাটলাস।
What's Your Reaction?






