ফেসবুকে লিঙ্ক শেয়ারে আসছে কড়াকড়ি, গুণতে হবে টাকা
সামাজিকমাধ্যম ফেসবুক ব্যবহারকারীদের জন্য এবার দুঃসংবাদ নিয়ে এলো মেটা। এখন থেকে ফেসবুকে ইচ্ছামতো বিভিন্ন ওয়েবসাইটের লিংক শেয়ার করা আর সহজ থাকছে না। মেটা পরীক্ষামূলকভাবে সাধারণ বা বিনামূল্যের ব্যবহারকারীদের জন্য লিংক শেয়ারের সংখ্যা সীমিত করার উদ্যোগ নিয়েছে। নির্ধারিত সীমার বেশি লিংক পোস্ট করতে চাইলে ব্যবহারকারীকে এখন থেকে গুনতে হবে মাসিক সাবস্ক্রিপশন ফি।
সামাজিক মাধ্যম বিশ্লেষক ম্যাট নাভারা প্রথম এই পরিবর্তনের বিষয়টি সামনে আনেন। মেটার পাঠানো নোটিফিকেশন অনুযায়ী, গত ১৬ ডিসেম্বর থেকে এই পরীক্ষা শুরু হয়েছে। এর আওতায় ‘মেটা ভেরিফায়েড’ নয় এমন প্রোফাইলগুলো মাসে সর্বোচ্চ দুটি অর্গানিক পোস্টে লিংক যুক্ত করতে পারবে।
এই সীমা অতিক্রম করলেই ব্যবহারকারীকে ১৪.৯৯ মার্কিন ডলার (প্রায় ১৮০০ টাকা) মাসিক মূল্যের ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশন ব্যাজ নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে।
মেটা জানিয়েছে, এই সীমাবদ্ধতা সব ধরনের লিংকের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিছু ক্ষেত্রে ব্যবহারকারীরা আগের মতোই সুবিধা পাবেন। পোস্টের মন্তব্যে বা কমেন্ট সেকশনে লিংক শেয়ারে কোনো বাধা নেই। পণ্য বিপণন বা অ্যাফিলিয়েট লিংকের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না।
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের নিজেদের মধ্যকার পোস্টের লিংক শেয়ারে কোনো সীমাবদ্ধতা থাকবে না। আপাতত সংবাদমাধ্যম বা প্রকাশকদের অ্যাকাউন্টগুলোকে এই পরীক্ষার আওতার বাইরে রাখা হয়েছে।
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি সীমিত পরিসরের পরীক্ষা। কোম্পানিটি যাচাই করে দেখছে যে, বেশি লিংক পোস্ট করার সুবিধাটি সাবস্ক্রিপশন গ্রাহকদের জন্য বাড়তি কোনো গুরুত্ব বা ‘ভ্যালু’ তৈরি করে কি না। মূলত ব্যবহারকারীদের প্ল্যাটফর্মের ভেতরে ধরে রাখা এবং সাবস্ক্রিপশন থেকে আয় বাড়ানোই মেটার লক্ষ্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়বেন ব্যক্তিগত কনটেন্ট নির্মাতা এবং ছোট ব্র্যান্ডগুলো। যারা ফেসবুকের মাধ্যমে নিজেদের ব্লগ বা ভিডিওতে দর্শক নিয়ে যেতেন, তাদের ট্রাফিক এখন সংকুচিত হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ইউটিউব, টিকটক বা গোফান্ডমি’র মতো লিংক শেয়ার করা সাধারণ ব্যবহারকারীদের জন্য এখন কঠিন হয়ে পড়বে।
মেটার অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী, ফেসবুকের মোট ভিউয়ের ৯৮ শতাংশই আসে লিংকবিহীন পোস্ট থেকে। লিংকযুক্ত পোস্টের ভিউ মাত্র ১.৯ শতাংশ। তা সত্ত্বেও এক্স (সাবেক টুইটার)-এর মতো মেটাও এখন ব্যবহারকারীদের প্ল্যাটফর্মের বাইরে চলে যাওয়া আটকাতে এই নীতি গ্রহণ করছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেটেড কনটেন্টের যুগে লিংকভিত্তিক ওয়েবসাইটের ভবিষ্যৎ এমনিতেই চ্যালেঞ্জের মুখে। মেটার এই নতুন পরীক্ষা সেই সংকটকে আরও ঘনীভূত করতে পারে।
What's Your Reaction?

