মেহেরপুরের গাংনীতে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

Dec 14, 2024 - 16:19
 0  1
মেহেরপুরের গাংনীতে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার
ছবি : সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রাম থেকে ২টি বোমা সদৃশ্য বস্তু ও চাঁদা দাবি সম্বলিত চিরকুট উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে হিজলবাড়ীয়া গ্রামের ইসারুল ইসলামের গরুর খামারের সামনে এগুলো উদ্ধার করা হয়। ইসারুল ইসলাম একই গ্রামের আব্দুল মালেকের ছেলে।

স্থানীয়রা জানায়, ইসারুল ইসলামের বাড়ির পাশের গরুর খামারের সামনে শপিং ব্যাগের মধ্যে বোমা সাদৃশ্য বস্তু দেখতে পান পথচারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাংনী থানা পুলিশের একটি দল।

লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওই ব্যাগের মধ্য থেকে উদ্ধার হওয়া চিরকুটে লেখা রয়েছে ৩ লাখ টাকা চাঁদা না দিলে বাড়ি ঘর থাকবে না। টাকা না দিলে তাকে মেরে ফেলা হবে।

ইসারুল ইসলাম দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন। বছরখানেক আগে বাড়ি ফিরে একটি গরুর খামার করেছেন। কারা বোমা রেখে চাঁদা দাবি করছেন তা নিশ্চিত হতে পারছে না ইসারুল ইসলাম।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনী ইসরাইল জানান, ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা শুরু করেছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow