নেত্রকোণায় বিএনপি নেত্রীর বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

Jan 30, 2025 - 08:08
 0  4
নেত্রকোণায় বিএনপি নেত্রীর বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার
ছবি : সংগৃহীত

নেত্রকোণায় এক বিএনপি নেত্রীর বাসা থেকে পুলিশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। বুধবার (২৯ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের মোক্তারপাড়ায় ওই নেত্রীর বাসার কার্নিশ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি রামদা, তিনটি সাইকেলের গিয়ার দিয়ে বানানো অস্ত্র।

বিএনপির ওই নেত্রীর নাম আরিফা জেসমিন। তিনি বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। পাশাপাশি তিনি হাইকোর্টের আইনজীবী এবং নেত্রকোণার ল কলেজের অধ্যক্ষ।

জানা গেছে, বুধবার দুপুরে বাসার দেখাশোনার দায়িত্বে থাকা শিহাব মিয়া একতলার জানালার কার্নিশে প্লাস্টিকের একটি ব্যাগ দেখতে পান। পরে তিনি ব্যাগটি খুলে দেখেন, তাতে কিছু দেশি অস্ত্র রয়েছে। বিষয়টি তিনি মুঠোফোনে আরিফা জেসমিনকে জানান। আরিফা ওই সময় ময়মনসিংহে ছিলেন। বিষয়টি জেনে তিনি রাতে বাসায় এসে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নেত্রকোণা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান খান বলেন, ‘৬টি ধারাল দেশীয় অস্ত্র ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow