কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম স্থগিত ও গ্রেফতার ব্যবসায়ীদের মুক্তির দাবিতে মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করে দিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী। পুলিশ ও মোবাইল ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষের পর ২টার পর সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়।
আজ রোববার (৪ জানুয়ারি) ব্যবসায়ীরারা সড়ক অবরোধে নামলে, বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের দমাতে লাঠিচার্জ, জলকামান, টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। তবে বর্তমান পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
এদিন সকালে সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজার মোড়ে জড়ো হয়ে সড়কে অবস্থান নেন ব্যবসায়ীরা। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুর ১২টার দিকে দফায় দফায় আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় মোবাইল ব্যবসায়ীরা। সেখানে ধাওয়া-পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটে। দফায় দফায় সংঘর্ষের পর মোবাইল ফোন ব্যবসায়ীদের কারওয়ান বাজার থেকে সরিয়ে দিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, দেশের মোবাইল ফোন বাজারে অবৈধ ও অনঅফিশিয়াল হ্যান্ডসেট ব্যবহারে কার্যকর লাগাম টানতে সরকারের পূর্বঘোষণা অনুযায়ী ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এনইআইআর। এই ব্যবস্থার মাধ্যমে মোবাইল নেটওয়ার্কে ব্যবহৃত সব ফোনের আইএমইআই নম্বর যুক্ত হচ্ছে জাতীয় ডেটাবেজে। বিষয়টি নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা।
What's Your Reaction?

