গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

Feb 27, 2025 - 17:25
 0  5
গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে আসা সাবেক সমন্বয়কদের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামের সংগঠন। নব্য আত্মপ্রকাশিত এই ছাত্র সংগঠনের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে সংগঠনটি। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদারকে আহ্বায়ক এবং দফতর সম্পাদক জাহিদ আহসানকে সদস্য সচিব করে ছয় সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রিফাত রশীদ, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং সংগঠনের মুখপাত্র হিসেবে আছেন আশরেফা খাতুন।

এদিকে কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ছাত্র সংসদের দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। ঢাবি গণতান্ত্রিক ছাত্র সংগঠনের আহ্বায়ক হয়েছেন সাবেক সমন্বয়ক আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, সদস্যসচিব নির্বাচিত হয়েছেন মহির আলম, সিনিয়র সদস্যসচিব আল আমিন সরকার, মুখ্য সংগঠন হাসিব আল ইসলাম, মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow