দেশে খাদ্য সংকটের সম্ভাবনা নেই : খাদ্য উপদেষ্টা
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘দেশে খাদ্য সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেশের বর্তমান খাদ্য মজুত পরিস্থিতি সন্তোষজনক।’
রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে দেশের খাদ্য মজুত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আলী ইমাম মজুমদার বলেন, ‘সরকারি খাদ্যগুদামে বর্তমানে ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। এর মধ্যে ১৬ লাখ ৯৬ হাজার ৭৮৭ টন চাল, ২ লাখ ৩৩ হাজার ২২৪ টন গম এবং ৯ লাখ ৭ হাজার ৪০৯ টন ধান মজুত রয়েছে।’
তিনি বলেন, ‘গেল বছর নতুন সরকার গঠন এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের দাম বেড়েছিল। এ বছর সরকারের প্রস্তুতির কারণে আগামী এক বছর চালের দাম বাড়বে না।’
তিনি আরও বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক এবং বাণিজ্যিক যে সম্পর্ক রয়েছে, তা রাজনৈতিক সম্পর্কের বাইরে। তাই ভারত থেকে যে চাল আমদানির সিদ্ধান্ত রয়েছে।’
What's Your Reaction?

