নাটোরে বিএনপি প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের দাবীতে রেলপথ অবরোধ
নাটোর প্রতিনিধি
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ধানের শীষের প্রার্থী দলটির মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন প্রত্যাহারের দাবীতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ মিছিল ও কিছু সময়ের জন্য রেলপথ অবরোধ করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে লালপুর উপজেলার আজিমনগর রেলগেট এলাকায় এই বিক্ষোভ মিছিল করেন মনোনয়ন বঞ্চিত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর নেতাকর্মী ও সমর্থকরা।
এসময় রেলপথে শত শত নেতাকর্মী ও সমর্থকরা সুয়ে পড়ে প্রায় ১০ মিনিট কর্মসূচি পালন করেন। পুতুলের প্রার্থীতা প্রত্যাহারের দাবী নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানও দেন।
টিপুর সমর্থকরা বলেন, মনোনয়ন পাওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রদলের এক কর্মীকে মারধর ও রক্তাক্ত করেছে পুতুলের সমর্থকরা। তারা এই মনোনয়ন মানেন না। টিপু তাদের যোগ্য নেতা। তিনি লালপুর-বাগাতিপাড়া আসনের ত্যাগী ও যোগ্য নেতা। তাই পুর্নবিবেচনা করে তাকে এ আসনে ধানের শীষে মনোনয়ন দেবার দাবী জানান তারা।
এর আগে, উপজেলা মহিলা কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন হাজারো নেতাকর্মী ও সমর্থকরা।
What's Your Reaction?

