পরিবারসহ শেখ হাসিনার চাচাতো ভাই জুয়েলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

Jan 4, 2026 - 12:14
 0  4
পরিবারসহ শেখ হাসিনার চাচাতো ভাই জুয়েলের ব্যাংক হিসাব অবরুদ্ধ
ছবি : সংগৃহীত

মানি লন্ডারিংয়ের অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, তার স্ত্রী-সন্তান, তিন ভাইসহ স্বার্থসংশ্লিষ্ট নামে বিভিন্ন ব্যাংকে থাকা ১২৩টি ব্যাংক হিসাব, একটি সঞ্চয়পত্র এবং ৩টি বিও হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৪ জানুয়ারি) সিআইডি পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

এদিন সিআইডি পুলিশের ফাইন্যান্সিয়াল ক্রাইম অর্গানাইজডের ইন্সপেক্টর মো. আশরাফুল ইসলাম এ আবেদন করেন। আবেদনে বলা হয়, বাংলাদেশে প্রচলিত আইন, বিধিবিধান ও নিয়মাবলী লঙ্ঘন করে শেখ সালাহউদ্দিন জুয়েল এবং তার তিন ভাই শেখ সোহেল, শেখ জালাল উদ্দিন রুবেল, শেখ বেলাল উদ্দিন ও বোন তাহমিনা খবির, সালাহউদ্দিন জুয়েলের স্ত্রী শাহানা ইয়াসমিন ওরফে শম্পা, শেখ সোহেলের স্ত্রী শিরিন শেখ, শেখ জালালের স্ত্রী ফারমিনা খানম, মেয়ে শেখ তাসমিয়া সুনেহরা, শেখ বেলাল উদ্দিনের স্ত্রী শেখ ওয়াহিদা সুলতানা দুর্নীতির আশ্রয়ে মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্থ-সম্পদ অর্জন করেছেন।

শেখ সালাহউদ্দিন জুয়েল এবং তার তিন ভাই ও বোন এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ১২৩টি ব্যাংক হিসাব, একটি সঞ্চয়পত্র হিসাব এবং ৩টি বিও হিসাবের লেনদেন গত ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়। ঘটনার সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব ব্যাংক হিসাব, বিও হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধ করা প্রয়োজন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow