প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার একান্ত বৈঠক

Nov 21, 2025 - 21:48
 0  2
প্রধান উপদেষ্টার সঙ্গে খালেদা জিয়ার একান্ত বৈঠক
ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বৈঠকে প্রধান উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং সুস্থতা কামনা করেন। এ সময় খালেদা জিয়া প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি প্রধান উপদেষ্টার সহধর্মিণী আফরোজী ইউনূসের শারীরিক অবস্থারও খোঁজ খবর নেন।

এর আগে, শুক্রবার বিকেল ৪টায় খালেদা জিয়া রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হন। প্রায় আধঘণ্টা পর সেনাকুঞ্জে পৌঁছান তিনি। এ সময় তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি ও ভাই সাঈদ ইসকান্দারের স্ত্রী নাসরিন ইসকান্দার সঙ্গে ছিলেন।

সেনাকুঞ্জে পৌঁছানোর পর খালেদা জিয়ার স্বাগত জানানো হয়। এরপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও খালেদা জিয়ার মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় পাশেই ছিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। এরপর এই দুই নেতার মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

এছাড়াও সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, সদস্য এ জেড এম জাহিদ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমেদ যোগ দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow