বীর শহীদদের স্মরণ করলো রাঙামাটি পিসিসিপি

Dec 16, 2024 - 16:28
 0  1
বীর শহীদদের স্মরণ করলো রাঙামাটি পিসিসিপি
ছবি : যমুনা টাইমস

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি 

আজ মহান বিজয় দিবস বাঙালির গৌরবের দিন। বিজয় দিবসের এ দিনে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রাঙামাটি জেলা শাখা।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান পিসিসিপি'র নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন, পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, যুগ্ন সম্পাদক রবিউল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সজিব ফিরোজ, মো. নুহাশ, প্রচার সম্পাদক মো. ইসমাঈল গাজী, অর্থ সম্পাদক মো. আরিফুল ইসলাম সহ জেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এসময়ে পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেন, বিজয় দিবস আমাদের জাতীয় জীবনের শ্রেষ্ট অর্জন। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। মহান মুক্তিযুদ্ধের শহীদরা আমাদের প্রেরণার উৎস ও বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন। মহান মুক্তিযুদ্ধের শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সোনার বাংলাদেশ ও জুলাই আন্দোলনের ছাত্র-জনতার বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে পার্বত্য চট্টগ্রামে সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে বৈষম্যমুক্ত পার্বত্য চট্টগ্রাম গড়তে কাজ করবে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রাঙামাটি জেলা শাখা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow