সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি হয়ে যে প্রতিক্রিয়া জানালেন শাওন

Dec 15, 2025 - 18:05
 0  2
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি হয়ে যে প্রতিক্রিয়া জানালেন শাওন
ছবি : সংগৃহীত

ছোটপর্দার আলোচিত-সমালোচিত অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং সাংবাদিক আনিস আলমগীর-সহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ অভিযোগটি দায়ের করেন। অভিযুক্ত অন্যরা হলেন মারিয়া কিশপট্ট এবং ইমতু রাতিশ ইমতিয়াজ।

এদিকে অভিনেত্রী শাওনকে যেভাবে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আসামি করা হয়েছে, সে ধরনের কোনো কাজ করেননি বলে দাবি করেছেন তিনি। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিবিসি বাংলাকে তিনি বলেন, আমি শুনেছি যে, সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

তিনি বলেন, এখন সন্ত্রাস বিষয়টি দিনের আলোর মতো স্পষ্ট। কাজেই সন্ত্রাসবিরোধী আইনে মামলা হওয়ার মতো কিছু করেছি বলে মনে করি না। আমি নিশ্চিত, সন্ত্রাসবিরোধী আইনে মামলা হওয়ার মতো কোনো কিছু করিনি আমি।

মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘সন্ত্রাসী কার্যক্রমে উসকানি’ এবং জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ‘কটুক্তি’র মাধ্যমে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্রের অভিযোগ করা হয়েছে।

এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিনেত্রী শাওন। তিনি বলেন, আমি আমার কিছু মতপ্রকাশ করেছি, যা কোনো দলের পক্ষে বা বিপক্ষে যায় না। এ পর্যন্ত কোনো দলের নাম বা নেতার নাম ব্যবহার করে কখনো কিছু লিখিনি; হোক পক্ষে বা বিপক্ষে।

তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক নয়। দেশের সাধারণ একজন নাগরিক। আর একজন নাগরিকের জায়গা থেকে যখন আমার কষ্ট লেগেছে, খটকা লেগেছে, আমার কাছে যখন মনে হয়েছে, জিনিসটি হওয়া ঠিক হয়নি, তখন সেই মতামত প্রকাশ করেছি।

এ অভিনেত্রী আরও বলেন, সেই একাত্তর থেকে কি চেয়েছি আমরা? আসলে মতপ্রকাশ করতেই চেয়েছি। চব্বিশের জুলাইতেও যে কথাটি বলা হয়েছিল সেটি হচ্ছে বাক-স্বাধীনতা। আর এখন যদি একদম সাধারণ মতপ্রকাশেই মামলা করতে হয়, মামলা করলেই যদি গ্রেপ্তারের ভয় থাকে, তাহলে সেই বাক-স্বাধীনতা কোথায় গেল?

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow