হাদি হত্যায় জড়িতদের আইনের আওতায় আনতে তৎপর র‌্যাব : মহাপরিচালক

Jan 4, 2026 - 11:18
 0  3
হাদি হত্যায় জড়িতদের আইনের আওতায় আনতে তৎপর র‌্যাব : মহাপরিচালক
ছবি : সংগৃহীত

শরিফ ওসমান হাদি হত্যায় জড়িতদের আইনের আওতায় আনতে র‌্যাব সদা তৎপর রয়েছে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। রোববার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এ সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সময়ে র‍্যাব ফোর্সেস কর্তৃক পরিচালিত বিভিন্ন আভিযানিক সাফল্য এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফ করা হয়।

র‍্যাব মহাপরিচালক জানান, শরিফ ওসমান হাদি হত্যায় জড়িত ফয়সাল ও আলমগীরকে আইনের আওতায় আনতে র‌্যাব সদা তৎপর রয়েছে।

এছাড়া আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা যেন অবনতি না হয় সে বিষয়ে র‌্যাব তাদের তৎপরতা অব্যাহত রাখবে এবং সেইসঙ্গে সবার সহযোগিতা দরকার বলেও মন্তব্য করেন তিনি।

এসময় শরীয়তপুরের এমএফএস ব্যবসায়ী খোকন চন্দ্র দাস হত্যাকারীদের খুব দ্রুত সময়ে র‌্যাব গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যতগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে সেখানে র‌্যাব তাদের সর্বোচ্চ দিয়ে আসামিদের গ্রেপ্তার করেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণেও র‌্যাব কাজ করছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow