ঘোড়াঘাটে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ২ শত দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে উপহার স্বরূপ শীত বস্ত্র কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী ৬৬ পদাতিক ডিভিশন।
বুধবার (৮ জানুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে রংপুর এরিয়ার খোলাহাটি ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন রায়হান-উল-হাসান সেনাবাহিনীর পক্ষ থেকে এলাকার দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে উপহার হিসেবে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া, ৩ নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, ২ নং পালশা ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধানসহ অনেকে উপস্থিত ছিলেন।
What's Your Reaction?