জন্মদিনে বলিউড বাদশাহ শাহরুখের জন্য চাঁদে জমি কেনেন নারী ভক্ত

Nov 2, 2025 - 19:39
 0  2
জন্মদিনে বলিউড বাদশাহ শাহরুখের জন্য চাঁদে জমি কেনেন নারী ভক্ত
ছবি : সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খানের ৬০তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে জন্ম তার। নব্বইয়ের দশকে বলিউডে পা রাখার পর তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা আর সাফল্য।

প্রায় তিন দশকের বেশি সময় ধরে বলিউডে নিজের অবস্থান ধরেছেন কিং খান। বলিউড বাদশার জন্মদিন ঘিরে ভক্তদেরও উচ্ছ্বাসও যেন আকাশ ছোঁয়া। আর তাই তো এই বিশেষ দিন ঘিরে শাহরুখের মুম্বাইয়ের বাড়ি মান্নাতের আশপাশে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। গতকাল সন্ধ্যা থেকেই নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল।

নায়কের জন্মদিনের প্রথম প্রহর থেকে বহু ভক্ত অনুরাগী শুভেচ্ছা জানাচ্ছেন। বাদ নেই বলিউডের অন্যান্য তারকারা।

তবে নায়কের জন্মদিন ঘিরে রয়েছে একটি মজার তথ্য যা অনেকেরই হয়তো অজানা। আর তা হলো, শাহরুখের প্রতি জন্মদিনে তার অস্ট্রেলীয় নারী ভক্ত চাঁদে নায়কের জন্য সামান্য জমি কেনেন উপহার সরূপ।

একবার এক সাক্ষাৎকারে ভারতীয় গণমাধ্যম জি নিউজকে এই তথ্য নিজেই শেয়ার করেন বলিউড বাদশাহ। বলেন, এক অস্ট্রেলিয়ান নারী আমার জন্মদিনে প্রতি বছর চাঁদে আমার নামে একটু করে জমি কেনেন। তিনি অনেক দিন ধরে এটা করছেন, আর আমি লুনার রিপাবলিক সোসাইটি থেকে সার্টিফিকেট পাই।

লুনার রিপাবলিক সোসাইটি বা লুনার রেজিস্ট্রি এমন একটি সংস্থা যারা প্রতীকীভাবে চাঁদের “জমি বিক্রি” করে।

শাহরুখ বলেন, ওই নারী আমাকে রঙিন ই-মেইল পাঠান — এক লাইন লাল, এক লাইন নীল। আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করি যে সারা বিশ্বের মানুষ আমাকে এত ভালোবাসে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow