বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত : দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস

Dec 19, 2025 - 14:54
 0  7
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত : দিল্লিস্থ বাংলাদেশ দূতাবাস
ছবি : সংগৃহীত

বাংলাদেশে চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত, তবে দেশটি বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে নয়াদিল্লিতে থাকা বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) এ খবর জানায় আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, হাইকমিশনের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘ভারত ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি অত্যন্ত পরিবর্তনশীল ও জটিল। এর জন্য পুঙ্খানুপুঙ্খ এবং নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘কোনো দেশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময় অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনার জন্ম দেয়, যা সম্প্রতি জনপ্রিয় তরুণ নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়েছে।’

বিবৃতিতে বাংলাদেশ হাইকমিশন জোর দিয়ে বলে, ‘ভারত বাংলাদেশের চলমান ঘটনাবলির প্রতি সতর্ক নজর রাখছে ঠিকই, তবে প্রতিবেশী দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না।’

প্রসঙ্গত, নয়াদিল্লিকে উদ্দেশ্য করে বিক্ষোভকারীরা অভিযোগ করেছে, দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পূর্ববর্তী সরকারের সদস্যদের আশ্রয় দিয়ে আসছে ভারত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow