বিপিএলে খেলোয়াড়দের পাওনা নিয়ে যা বললেন বিসিবি

Jan 2, 2025 - 02:16
 0  19
বিপিএলে খেলোয়াড়দের পাওনা নিয়ে যা বললেন বিসিবি
ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলোয়াড়দের পাওনা পরিশোধে নিয়মিত ফ্রাঞ্চাইজি মালিকগুলোর সঙ্গে আলোচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের টিকিটকান্ড নিয়েও কথা বলেন সভাপতি।

নতুন বছরে শীতের মধ্যে যেন উত্তাপ ছড়াচ্ছে বিপিএল। মাঠের খেলায় রান বন্যা, আর দলগুলোর হাড্ডাহাড্ডি লড়াইয়ে দর্শকদের মনোযোগ কেড়েছে বিপিএলের এগারতম আসর।

নিয়ম মেনে ম্যাচ আর প্র্যাকটিস সেশনে ব্যস্ত সময় পার করছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দল, তবে মাঠের খেলাটা ঠিকঠাক চললেও প্রশ্ন উঠেছে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে।

বিপিএল মাঠে গড়ানোর তিনদিন পার হলেও এখনো নিজেদের পারিশ্রমিক বুঝে পায়নি অধিকাংশ দলের ক্রিকেটারই। তবে খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে নিয়মিত যোগাযোগ করছে ক্রিকেট বোর্ড।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, 'গত চার মাসের সিচুয়েশন দেখতে হবে। এমন না যে খেলোয়াড়রা পয়সা পাবে না। তার জন্য আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি, তাদের বলছি। আমি সভাপতি হিসেবে তাদের সাথে সরাসরি কথা বলছি। কেননা তাদের জন্য আমরা অনেক কিছু করার চেষ্টা করছি।'

এবার বিসিবির নতুন টিকিট পদ্ধতি নিয়ে স্টেডিয়াম প্রাঙ্গণে দর্শকদের মাঝে দেখা গেছে হতাশার প্রতিচ্ছবি। যদিও বোর্ড সভাপতি মনে করেন, টিকিট নিয়ে নতুন যুগে প্রবেশ করেছে দেশের ক্রিকেট।

ফারুক আহমেদ বলেন, 'এই টিকিটের ব্যাপারটা আমরা চেষ্টা করবো। কারণ এরকম বিপিএল মাত্র শুরু হলো। আমাদের কিন্তু হোম সিরিজ আছে অনেক। আমি একটা জায়গা অনুধাবন করেছি যে, এই জায়গা থেকে ভালো রেভিনিউ করা সম্ভব।'

সভাপতির চাওয়া নতুন বছরে জঞ্জাল কাটিয়ে বিপিএল আলো ছড়াবে দেশের ক্রীড়াপ্রেমীদের মনে। অবশ্য এ পথ পাড়ি দিতে গণমাধ্যমের সহায়তা চেয়েছেন ফারুক আহমেদ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow