ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযান, এয়ারগান ও ৪৪০ গুলি উদ্ধার

Jan 4, 2026 - 12:03
 0  4
ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযান, এয়ারগান ও ৪৪০ গুলি উদ্ধার
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় র‍্যাব-৯ এর অভিযানে দুটি এয়ারগান ও ৪৪০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) ভোরে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৯, সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহবাজপুর এলাকায় অস্ত্র মজুদ রয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯ এর একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানের সময় একটি আম গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি এয়ারগান ও ৪৪০টি এয়ারগানের গুলি উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত এয়ারগান ও গুলি সরাইল থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে র‍্যাব-৯ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মো. নুরনবী জানান, ডাকাতির উদ্দেশ্যে এসব এয়ারগান ব্যবহার করা হয়ে থাকে। গোপন সূত্রে খবর পেয়ে র‍্যাবের একটি বিশেষ দল অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত এয়ারগান ও গুলি সাধারণ ডায়েরি (জিডি) মূলে সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অদ্যাবধি র‍্যাব-৯ এর সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে মোট ৩৩টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন, চার হাজার ৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড এবং ৩৭টি এয়ারগানসহ বিপুল পরিমাণ এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow