ভূমিকম্পে ধামরাইয়ে হেলে পড়েছে চারতলা একটি ভবন
সাভার প্রতিনিধি
ভূমিকম্পে ঢাকা জেলার ধামরাইয়ে হেলে পড়েছে চারতলা একটি ভবন। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় ধানসিঁড়ি হাউজিংয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল ১০টা ৩৮ মিনিটে ভূকম্পন অনুভূত হওয়ার পর জিয়াউদ্দিনের চারতলা ভবনটি পাশের ভবনের দিকে হেলে পড়ে।
পাশাপাশি দুটি ভবনের মাঝের ফাঁকা জায়গায় নির্মিত ওই চারতলা ভবনটি পাশের সাততলা ভবনের ওপর হেলে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে।
পাশাপাশি বারান্দার রেলিংয়ের গাঁথুনিতেও ফাটলের সৃষ্টি হয়েছে তবে এতে কেউ হতাহত হয়নি।
ভবনমালিক মোহাম্মদ জিয়াউদ্দিন জানান, ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত ভেঙে ফেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ছুটির দিন শুক্রবার সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে সারাদেশ। এতে এখন পর্যন্ত ঢাকা, নরসিংদী ও নারায়ণগঞ্জে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশের বিভিন্নস্থানে আহত হয়েছেন দুই শতাধিক। ঘটেছে ভবনধসের একাধিক ঘটনা। ৫.৭ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এটি গত ৩০ বছরের মধ্যে বাংলাদেশে উৎপত্তি হওয়া সবচেয়ে বড় ভূমিকম্প বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
What's Your Reaction?

