মাদুরোকে আটকের ঘটনায় ট্রাম্পকে নেতানিয়াহুর অভিনন্দন

Jan 4, 2026 - 11:44
 0  6
মাদুরোকে আটকের ঘটনায় ট্রাম্পকে নেতানিয়াহুর অভিনন্দন
ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান চালানো এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ রোববার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়ে এ অভিনন্দন জানান তিনি।

ট্রাম্পকে ট্যাগ করে দেয়া ওই পোস্টে ইসরাইলের প্রধানমন্ত্রী লেখেন, ‘স্বাধীনতা আর ন্যায়বিচারের পক্ষে সাহসী ও ঐতিহাসিক নেতৃত্ব দেয়ার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। আপনার দৃঢ় সংকল্প এবং আপনার সাহসী সেনাদের দুর্দান্ত পদক্ষেপকে আমি স্যালুট জানাই।’

যুক্তরাষ্ট্র গতকাল (শনিবার, ৩ জানুয়ারি) নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে ভেনেজুয়েলা সামরিক অভিযান চালিয়ে আটক করে। এ পদক্ষেপের আগে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের বহু বছরের নিষেধাজ্ঞা আরোপ ছিল এবং মাদুরোর গ্রেপ্তার করার জন্য ৫০ মিলিয়ন পুরস্কার ঘোষণা করা হয়েছিল। ওয়াশিংটন মাদুরোর বিরুদ্ধে মাদকচক্রে জড়িত থাকার অভিযোগ এবং ২০২৪ সালের নির্বাচনে জালিয়াতি করার অভিযোগ এনেছে।

এদিকে ফক্স নিউজ ফক্স অ্যান্ড ফ্রেন্ডস উইকএন্ডের সঙ্গে টেলিফোন সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এ অভিযান সরাসরি ও সব চলমান ঘটনা প্রবাহ সরাসরি পর্যবেক্ষণ করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow