শতক হাঁকিয়ে বিসিএলে ইতিহাস গড়লেন জ্যোতি

Dec 23, 2024 - 16:58
 0  1
শতক হাঁকিয়ে বিসিএলে ইতিহাস গড়লেন জ্যোতি
ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেট লিগ বিসিএল। রাজশাহীতে নর্থ জোনের বিপক্ষে এই লিগের ম্যাচ খেলতে নেমে ইতিহাস গড়েছেন সেন্ট্রাল জোনের নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তিনদিনের ম্যাচে শতক হাঁকিয়ে প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন।

রাজশাহীর এসকেএস স্টেডিয়ামে সোমবার (২৩ ডিসেম্বর) প্রথম শ্রেণির তিনদিনের ম্যাচে সেন্ট্রাল জোনের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সেঞ্চুরি হাঁকিয়েছেন। এটিই দেশের কোনো নারী ক্রিকেটারের প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরি। নর্থ জোনের বিপক্ষে তার সেঞ্চুরিতে ভর করে সেন্ট্রাল জোন ৮ উইকেটে ৩৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে।

এর আগে নর্থ জোন আগে ব্যাট করে ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল। ১৪৭ রানে পিছিয়ে থেকে ফের ব্যাট করতে নেমেছে নর্থ জোন।

প্রথম ইনিংসে নর্থ জোনের ফারজানা হক পিঙ্কি অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছিলেন। ২৪৬ বল খেলে ৮৬ রান করে আউট হয়ে গিয়েছিলেন নর্থ জোনের এই ওপেনার। কিন্তু আক্ষেপে পুড়তে হলো না জ্যোতিকে। টাইগ্রেসদের অধিনায়ক সেঞ্চুরি পূর্ণ করেও থামেননি। অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন।

সেন্ট্রাল জোনের ইনিংস ঘোষণার সময় তিনি ২৫৩ বলে ২০ চার ও ২ ছয়ে ১৫৩ রানে অপরাজিত থাকেন।

রান পেয়েছেন সেন্ট্রাল জোনের দুই ওপেনার মুরশিদা খাতুন ও ফারজানা আক্তার লিসাও। ১৪২ বলে ১০ চারে ৬৬ রান করেন মুরশিদা। ১৩৭ বলে ১০ চারে ৬০ রান করেন লিসা। তাদের দুজনকেই এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে ফেরান জান্নাতুল ফেরদৌস সুমনা।

এছাড়া স্বর্ণা আক্তার ৯১ বলে ৩৮ ও নাহিদা আক্তার ৯৪ বলে ৩৪ রান করেন।

নর্থ জোনের সুমনা ৩৭ ওভার বল করে ১১৩ রানের বিনিময়ে ৬ উইকেট শিকার করেন। রিতু মনি শিকার করেন ১ উইকেট।

এর আগে নর্থ জোন পিঙ্কির ৮৬, রিতু মনির ৫৭ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ২৪০ রান করে। এই দুজন বাদে মারুফা আক্তার ২৪ ও ইশ্মা তানজিম ২১ রান করেছেন।

সেন্ট্রাল জোনের পক্ষে নাহিদা ২৭ ওভারে ৪৮ রানের বিনিময়ে ৭ উইকেট শিকার করেন। এছাড়া ফুয়ারা বেগম একটি উইকেট শিকার করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow