হোটেল থেকে হলিউডের অস্কারজয়ী অভিনেত্রীর মরদেহ উদ্ধার

Jan 3, 2026 - 17:29
 0  3
হোটেল থেকে হলিউডের অস্কারজয়ী অভিনেত্রীর মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হোটেল থেকে অস্কারজয়ী অভিনেতা টমি লি জোনসের কন্যা, অভিনেত্রী ভিক্টোরিয়া জোনসের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৪ বছর। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ভিক্টোরিয়া জোনস হলিউড তারকা টমি লি জোনস ও তার সাবেক স্ত্রী কিম্বার্লি ক্লাফলির সন্তান। বাবার পথ অনুসরণ করে অল্প বয়সেই অভিনয়ে যুক্ত হন তিনি।

ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, হোটেলের করিডোরে ভিক্টোরিয়াকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এক অতিথি কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে হোটেল কর্মীরা জরুরি সেবাদানকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। পিপল ম্যাগাজিনের বরাতে জানা যায়, সান ফ্রান্সিসকো ফায়ার সার্ভিস বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর আনুমানিক ৩টার দিকে ফেয়ারমন্ট হোটেলে পৌঁছে এক নারীকে মৃত অবস্থায় পায়। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।

ভিক্টোরিয়া জোনসের অভিনয়জীবন শুরু হয় ২০০২ সালে, বাবার অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র ‘মেন ইন ব্ল্যাক ২’-এর মাধ্যমে। এরপর ২০০৫ সালে টমি লি জোনস পরিচালিত ছবি ‘দ্য থ্রি বুরিয়ালস অব মেলকিয়াদেস এস্ট্রাদা’-তেও কাজ করেন তিনি। ওই ছবিতে তার সৎমা ডন লরেল-জোনস স্টিল ফটোগ্রাফার হিসেবে যুক্ত ছিলেন। এ ছাড়া ২০০৩ সালে জনপ্রিয় টিন ড্রামা সিরিজ ‘ওয়ান ট্রি হিল’-এর একটি পর্বে অতিথি চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন ভিক্টোরিয়া।

উল্লেখ্য, টমি লি জোনস হলিউডের অন্যতম সম্মানিত অভিনেতা। ১৯৯৩ সালের চলচ্চিত্র ‘দ্য ফিউজিটিভ’-এ অভিনয়ের জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে অস্কার লাভ করেন। ‘জেএফকে’, ‘মেন ইন ব্ল্যাক’ সিরিজ, ‘নো কান্ট্রি ফর ওল্ড মেন’ এবং ‘লিংকন’-সহ বহু প্রশংসিত ছবিতে তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow