কুষ্টিয়ায় কথিত ছাত্রদল নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় জেলা বিএনপির এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ সহযোগী ও ইবি থানার হরিনারায়ণপুর ইউনিয়নের জাতীয় পার্টি থেকে আসা নব্য বিএনপির নেতার ছত্রছায়ায় কথিত ছাত্রদল নামধারী কিছু নেতার বিরুদ্ধে চাঁদাবাজীর অভিযোগ উঠেছে।
হরিনারায়ণপুর বাজারে ব্লু ড্রীম নামের এক শো-রুম থেকে জোরপূর্বক ৪ লাখ ৫০ হাজার টাকা ড্রয়ার থেকে জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ ব্যাপারে কুষ্টিয়ার ইবি থানায় একটা অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ থেকে জানা যায়, দুলাল হোসেনের দোকানে অফার উপলক্ষে ব্যাপক কেনাবেচা হচ্ছিল। এ সময় মো. জামির হোসেন, ছাত্রদল নেতা অনিক হাসান ও জুলহক আহমেদের নেতৃত্বে একদল বেশ কয়েকজন দোকানে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
এক পর্যায়ে তারা ইলেকট্রিক লাইন কেটে দোকানের ক্যাশ বাক্স থেকে ৪ লক্ষ ৫০ হাজার টাকা ও ক্যাশ মেমো ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ বিণয়ে দুলাল হোসেন ইবি থানায় অভিযোগ দাখিল করেন।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগ দায়েরের বিষয়টি স্বীকার করে বলেন, আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?






