নেত্রকোনায় এনসিপির সমাবেশে বাবরকে নিয়ে ‘কটূক্তির’ প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দীন পাটোয়ারীর ‘কটূক্তির’ প্রতিবাদে বাবরের নিজ জেলা নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে জেলা শহরের বড় বাজার এলাকায় সচেতন আলেম ও ছাত্র-জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খেলাফত আন্দোলনের সহকারী কেন্দ্রীয় মহাসচিব গাজি আব্দুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু, পৌর বিএনপির সভাপতি রাজু আহমেদ, জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, যুবদল নেতা রফিকুল ইসলাম, হেফাজত ইসলামের সদস্যসচিব মাজাহারুল ইসলামসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, ‘গত ২৭ জুলাই এনসিপির পদযাত্রা সমাবেশে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে বিরূপ মন্তব্যসহ কটূক্তি করেন নাসিরউদ্দীন পাটোয়ারী। যে মামলাটির নিষ্পত্তি হয়ে গেছে সেই মামলার কথা উল্লেখ করে আদালতকে অবমাননা করেছেন। বাবর ভাই এই অঞ্চলের জনমানুষের নেতা। তিনি যেভাবে ফ্যাসিবাদের জুলুম নির্যাতন সহ্য করেছেন তা আর কেউ করেননি। দ্রুততম সময়ের মধ্যে নাসিরউদ্দীন পাটোয়ারীকে তার বক্তব্য প্রত্যাহার করে জনতার কাছে ক্ষমা চাইতে হবে। না হলে বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা দফায় দফায় কর্মসূচি পালন করবেন।’
What's Your Reaction?






