মুরাদনগরে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে বিএনপি নেতাকে কালো গাড়িতে করে তুলে নেওয়ার অভিযোগ

Jul 29, 2025 - 00:06
 0  3
মুরাদনগরে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে বিএনপি নেতাকে কালো গাড়িতে করে তুলে নেওয়ার অভিযোগ
ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম সরকারকে তার এলাকা থেকে কালো নোহা গাড়িতে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৮ জুলাই) রাত সাড়ে আটটার দিকে কালো দুটি নোহা গাড়ি কাশিমপুর গ্রামে আসে এবং আকুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকারকে উঠিয়ে নিয়ে যায়।

নিজ গ্রাম থেকে একজন সাবেক চেয়ারম্যানকে উঠিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় গ্রামে আতঙ্ক বিরাজ করছে। কে বা কারা উঠিয়ে নিল? কেন নিল? মানুষের নিরাপত্তা কোথায়? নানান প্রশ্ন জনমনে।

স্থানীয় আবুল খায়ের জানান, আওয়ামী লীগের আমলে দেখতাম যাকে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হত, কাউকে গুম, কাউকে হত্যা বা কাউকে আটক দেখাত কিন্তু এখন কি আবার সেই যুগ ফিরে এল?

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন বলেন, শাহ আলম সরকার একজন উপজেলা বিএনপি নেতা, চেয়ারম্যান ছিলেন। তার পরিবার জানালো কালো গাড়িতে করে কারা যেন উঠিয়ে নিয়ে গেছে! অবাক লাগে ফ্যাসিস্ট পতনের পরেও আমরা নিরাপদ না? আইনশৃঙ্খলা বাহিনী অবিলম্বে শাহ আলম সরকারকে উদ্বার করুন। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

বাঙ্গরা থানার ওসি মাহফুজুর রহমান বলেন, আমি আপনার থেকে শুনলাম এমন ঘটনা। শাহ আলম সরকারকে উঠিয়ে নেওয়ার বিষয়ে আমি কিছুই জানি না।

কুমিল্লা ডিবি পুলিশের ওসি জানান, আমার কাছে শাহ আলম সরকার আটকের কোন তথ্য নেই। আর ডিবি যদি আটকও করে তবে তাদের সেই আকুবপুর থেকে আসতেও তো ৩ ঘন্টার মত সময় লাগবে। আমি অগ্রিম কোন তথ্য তো দিতে পারিনা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow